The Batman Review in Bangla

Also Read

ব্যাটম্যান/দ্য ডার্ক নাইট/কেপড ক্রুসেডার

The batman bangla review


#Moviereview 
#TheBatman 

ব্যাটম্যান/দ্য ডার্ক নাইট/কেপড ক্রুসেডার।(এই ক্রুসেড কিন্ত অন্যায়ের বিরুদ্ধে,ধর্মযুদ্ধ না কিন্ত)।পপ-কালচারে ফিকশনাল চরিত্র হিসাবে ব্যাটম্যান-ই সবচেয়ে জনপ্রিয়(কাছাকাছি আসতে পারে সুপারম্যান আর স্পাইডারম্যান)।ব্যাটম্যানের ৮০+ বছরের ইতিহাসে জনপ্রিয়তার শীর্ষে থাকার অন্যতম একটা কারণ (ব্যাটম্যানের Premise আর কুলনেসের পাশাপাশি)চরিত্র হিসাবে ব্যাটম্যান অন্যান্য সুপারহিরোদের থেকে লেয়ারড বিশেষ করে তার সাইকি,যে সাইকিটাকে মোটামুটি অনেকভাবেই ব্যাখ্যা করা যায়।

এ কারণে ৮০ এর দশক থেকে এই 
দশকের আগ পর্যন্ত যে কয়টা লাইভ একশন ব্যাটম্যান দেখানো হয়েছে তার সবগুলোর টিটুলার চরিত্র ব্যাটম্যান হলেও সেই ব্যাটম্যানগুলো প্রত্যেকেই আলাদা।(বারটনের নিউরোটিক ব্যাটম্যান,শুমাখারের অখাদ্য কেম্পি ব্যাটম্যান,নোলানের আল্ট্রা রিয়েলিস্টিক ব্যাটম্যান,স্নাইডারের weary aged ব্যাটম্যান)।

তাই Matt Reeves এর Nirvana এর মিউজিকে  ব্যাটম্যানের ১ম ট্রেইলার দেখার পরেই সে কিভাবে দেখাতে চায় এটা জানার জন্য The Batman ছিল এই বছরে আমার সবচেয়ে প্রত্যাশিত সিনেমা এবং শেষ পর্যন্ত দেখেই ফেললাম The Batman.

Well how was it?

এটা বলা বাড়াবাড়ি হবে না যে এটা আমার কাছে বেস্ট Batman Movie Till Now.(TDK বেটার মুভি এটার চেয়ে কিন্ত The Batman বেটার ব্যাটম্যান TDK এর চেয়ে,কিভাব সেটা পরে বলছি)।এটা কমিকবুক মুভিকে নতুন একটা ধারা দেখানো মুভি এবং এটা দেখলে স্কসিসেজে নিশ্চিতভাবেই বলতেন "This is cinema"". (যদিও CBM নিয়ে আমি তার বক্তব্যের সাথে একমত)।স্টুডিও এর কোন ইন্টারফেয়ার ছাড়া একজন auteur ডিরেক্টর, যার পেশন,ভিশন আর আন্ডারস্ট্যান্ডিং আছে সোর্স মেটেরিয়াল নিয়ে,সে যখন একটা কমিকবুক সিনেমা বানাবে সেটা যা হবে তার গ্লোরিয়াস এবং প্রথম নিদর্শন  হয়ে থাকবে " The Batman"।

কাহিনী সংক্ষপ ঃ
রিডলার নামে এক সিরিয়াল কিলার যখন গোথামের হর্তাকর্তাদের মেরে ফেলে ব্যাটম্যানের জন্য ক্লু রেখে যেতে শুরু করল তখন নেমে পড়ল ব্যাটম্যান।কি চায় রিডলার?তার এন্ডগেইম কী?

ফিঞ্চারের সেভেন,জোডিয়াক আর পোলানস্কির চায়নাটাউন ইন্সপায়ারড The Batman, ব্যাটম্যানের ২য় বছরের কাহিনী।পুরা দস্তুর নিউ -নয়্যার ধারার এই সিনেমার ব্যাটম্যান এখনো তার সেই শৈশবের ট্রমা থেকে বের হতে পারেনি বলেই ব্রুস ওয়েইন চরিত্রে প্যাটিনসনকে সিনেমায় দেখা গেসে খুব কম এবং প্যাটিনসন-রীভস কম্বো ব্রুসকে recluse হিসাবে দেখিয়ে সিনেমার অধিকাংশ সময় তাকে দেখিয়েছে তার ব্যাটম্যান পারসোনায়।দুরদান্ত একটা এক্সিকিউশন হইসে এটা। ব্যাটম্যান পারসোনায় ডুবে থাকা এবং ক্রাইম ফাইটিংয়ের মাধ্যমে তার Vengeance নেয়াটাই এই ব্রুসের লক্ষ্য এবং অবসেশন।ব্যাটম্যান মাস্কটাই এখানে তার আসল উদ্দেশ্য অন্য কোন কিছুনা।কোন হিরো বা হায়ার কোন ফাংশন পালন করার ইচ্ছা যে তার ব্যাটম্যানের ছিলনা এবং পরবর্তীতে সিনেমার সমাপ্তিতে এই ইচ্ছাটা যে তার মনে আসে-মানে ব্যাটম্যানের চরিত্রের venegance থেকে হিরো হবার যে ইভালুশয়েন সেটা এই ব্যাটম্যানের দারুণ পার্ট।(এই জিনিসটা বেলের ব্যাটম্যানের ছিলনা)।বিশেষ করে শুরুর দিকে "They think i am hiding in the shadows,but i am The SHDOWS " আর I am venegance" বলা আর তার সাথে শেষের মনোলোগ "I am starting to see now.I have had an effect here.But not the one i intended.Vengenace,wont change the past.Mine..or anyoone else's.I have to become more.People need hope.To know someone is out  there for them.This city is angry and scarred.Like me.Our scars can destroy us...even after the pysical wounds have healed.But if we can survive them they can give us the power to endure and the strength to fight এর ডিফারেন্সে এটা স্পস্ট।এছাড়া এই ব্যাটম্যান এখনো অনেক অপরিণত।এজন্য সে মারামারিতে মার খায়,জাম্পশুট করতে ভয় পায় এবং ল্যান্ডিংয়ে ব্যর্থ হয় এবং এই সিনেমায় বেসিক্যালি রিডলার তাকে পরাজিতও করে।মানে infallible BATGOD সে এই সিনেমায় না বরং a vulnerable Batman এই সিনেমার জন্য দুরদান্ত একটা চয়েস।সাইলেন্ট ও ব্রুডিং হলেও শুধুমাত্র বডি ল্যাংগুয়েজ আর চোখ দিয়ে এই ব্যাটম্যান যেসব subtle ইমোশন প্রকাশ করসে সেগুলা অনবদ্য এবং আমার কাছে এখন ব্যাটম্যান মানেই প্যাটিনসন।(আশা ছিল তাকে নিয়ে কিন্ত সে আশাকেও ছাড়ায়ে গেসে,he was that good as batman এবং তার ব্রুস ওয়েইনের পোট্রেয়াল সিকুয়েলে দেখার আগ্রহ অনেক বাড়িয়ে দিয়েছে সে)।এক কথায় ব্যাটম্যানের ইনার সাইকোলজিক্যাল স্ট্রাগলটা দুরদান্ত ভাবে ফুটিয়ে তুলসে প্যাটিনসন।

গরডন চরিত্রে জেফরি রাইট খুব-ই ভাল করসে।আগে সবসময় গরডন বললে gary oldman ভেসে উঠত।এখন সেটা হবেনা এবং আনলাইক অন্যন্য ভার্সন এখানকার ব্যাটম্যান-গরডনকে সত্যিকার ভাবেই মনে হইসে পার্টনার উইথ ইকুয়াল ফুটিং।সেলিনা কাইল বা ক্যাটওমেন এ zoe kravitz  একদম কমিক একুরেইট এবং ব্যাট-ক্যাট কেমেস্ট্রি একদম অফ দ্য চার্ট।She nailed her parts as cat woman.তবে ব্যাটিনসন বাদে সিনেমার সবচেয়ে বড় বিস্ময় পেংগুইন চরিত্রে কলিন ফারেল।অল্প সময়ে পেংগুইন যা দেখিয়েছে তাতে নিশ্চিতভাবেই বলতে পারি hbomax এর পেংগুইন টিভি সিরিজের জন্য অনেকেই অধীর আগ্রহ নিয়ে বসে থাকবে।কলিন ফারেল তাকে প্রায় চেনা যায় না এই মেকাপেও এত্ত ভাল ছিল।রীডলার এজ আ সিরিয়াল কিলার কমিকবুকের এই চেইঞ্জটাকে দুরদান্তভাবে ফুটিয়ে তুলসে পল ডানো।বিশেষ করে ব্যাটম্যানের সাথে তার ইন্টারভিউটা সেই লেভেলের মাইন্ড গেইম হইসে।That scene was intense. রীভসকে একটা সালাম তার এই কাস্টিংগুলার জন্য।(সেরকিসের আলফ্রেড ওইরকম দাগ কাটতে পারেনাই বোধহয় অল্প স্ক্রীনটাইমের জন্য,যদিও ব্রুসের সাথে তার শেষের কথোপকথনটা বেশ গুরুত্বপূর্ণ এই ব্যাটম্যানের জন্য)।

কমিকবুক বেইজড অন্য সব সিনেমার চেয়ে The Batman  সব জায়গায় এগিয়ে থাকলেও ৩টা ক্ষেত্রে বাড়াবাড়ি রকম এগিয়ে ছিল সেগুলা হল।

১. স্ক্রীন প্লে
২. সিনেমাটোগ্রাফী
৩. মিউজিক স্কোর এবং শব্দ।

এই যুগে ৩ ঘন্টার এই সিনেমা একবারো আপনার মনোযোগ হারাবেনা কারণ এটার স্ক্রীন প্লে। এত্ত টাইট ও ইনটেন্স এবং অসাধারণ এডিটিং এর জন্য কোনদিক দিয়ে সময় কেটে যাবে টের-ই পাবেননা এবং অন্যান্য CBM  এর মত কেউ-ই হলে মোবাইল দিয়ে কোনকিছু রেকর্ড এর চেস্টাও করে নাই কারণ সবাই সিনেমায় বুদ হয়ে ছিল।  স্ক্রীনপ্লেতে Batman-Year one,Batman-The Long Halloween এর ভুমিকা অনস্বীকার্য। Reeves knows his batman.

Dune দেখেছি কিন্ত The Batman এর সিনেমাটোগ্রাফী Dune এর থেকেও ভাল লেগেছে আমার।প্রতিটা ফ্রেম দেখে মনে হচ্ছিল যেন কোন কমিক বুকের পাতা থেকে তুলে বসানো।লাল/নিয়ন/নীল রঙ দিয়ে যে এত্ত ভয়ংকর সুন্দরভাবে কিন্ত এক-ই সাথ ডার্ক এবং মিস্ট্রিরিয়াস কিছু ফুটিয়ে তুলা যায় এটা মাথাতেই আনতেই পারতাম না এটা না দেখলে।সিনেমা দেখার পরে দেখলাম সিনেমাটোগ্রাফার হল Greig Fraser যার ঝুড়িতে আছে Rogue One আর Dune।প্রতিটা দৃশ্য-ই প্রশংসার দাবি করলেও ব্যাটম্যানের কার চেইসটা এবং এই কারচেইসের সমাপ্ততিতে ব্যাটম্যানের বাদুড়ের মত উলটা করে দেখানোর সিনটা অনেক অনেক দিন মনে থাকবে।বিশেষ করে কারচেইজটা আমাকে আমার অতি অতি প্রিয় Mad Max Fury Road এর কার চেইজের কথা মনে করিয়ে দিয়েছে।মনে পড়ল আরেকটা সীনের কথা।সম্পুর্ন অন্ধকারে ব্যাটম্যানের ইনফিলট্রেসন আর গোলাগুলি।পুরা সীনটা শুধুমাত্র মাজল ফ্ল্যাশ দিয়ে আলোকিত ।ডোপ ডোপ একটা সীন।আর এই গোথামটাকে আমার সবচেয়ে ভাল লেগেছে এখনো পর্যন্ত যত লাইভ একশন গোথাম দেখসি তাদের মধ্যে।বার্টনেরটা বেশি গথিক ছিল,নোলানেরটা টু নীট,।এই গোথাম গথিক হলেও রিয়েলস্টিক কিন্ত রহস্যময় । এত ভিজুয়ালি সুন্দর হবার পরেও ব্যাটম্যান সিনেমাটোগ্রাফিতে কোন পুরস্কার না পেলে অবাক-ই হব।

যে কোন মুভিতে মিউজিক বা শব্দের ভুমিকা আমরা তেমন মাথাতে না নিলেও দক্ষ লোক এবং সঠিক মিউজিক নির্বাচন যে সিনেমাটাকে আরো উপরে নিয়ে যায় এটার একটা আদর্শ উদাহরণ হতে পারে The Batman.আমার ধারণা এই সিনেমা দেখা প্রত্যেক ব্যক্তি-ই বাসায় গিয়ে অন্তত একবার হলেও Nirvana এর "something in the ওয়ায়" শুনসে।এই গানটা একদম apt একটা চয়েস এই সিনেমার জন্য।আর শুরুতে ব্যাটম্যানের অন্ধকার/ছায়া থেকে এন্ট্রির আগে ব্যাটম্যানের বুটের শব্দ --that gave me serious chill.

জনরা ডিফাইনিং একটা মুভি The Batman.CBM হয়েও (যদিও একবারো মনে হয় নাই যে আমি একটা CBM দেখছি)এটা দেখিয়ে দিল কিভাবে ফরমুলাটিক না হয়েও  একটা দুরদান্ত এনগেইজিং বিউটিফুলি থট,শট এন্ড ডিরেক্টেড একটা CBM বানানো যায় যেটা সিকুয়েল,ক্রসওভার,নস্টালজিয়া,অতিরিক্ত সিজিয়াই,চিপ হিউমার,টাই-ইন এসব থেকে মুক্ত।
পুরা ব্যাটম্যান টিমটা এজন্য ধন্যবাদ প্রাপ্য এবং এক-ই সাথে ধন্যবাদ প্রাপ্য ওয়ারনার ব্রাদার্সকে তাদের নন-ইন্টারফেয়ারেন্সের জন্য।(Joker আর The Batman দেখিয়ে দিল এত্ত পরিচিত IP দিয়ে ভাল ব্যবসাসফল মুভি বানানো যায় সহজ জেনেরিক CBM এন্টারটেইনমেন্টের পরিবর্তে)

এত্ত কিছুর পরেও TDK থেকে বেটার ফিল্ম এটা না।কারণ Joker বাদেও TDK তে কিছু ফিলোসফিক্যাল ক্ল্যাশ ছিল এবং ছিল ডিপ প্রশ্ন।এই সিনেমার প্লট খুব ভাল হলেও ফিলোসফিক্যাল Muse এর চেয়ে Batman এর হিরোর ইভালুয়েশনটাকেই বেশি প্রাধান্য দেয়া হয়েছে।(যদিও যে কেউ বলতে পারে Batman আর রীডলার আদতে একই মুদ্রার এপিঠ আর ওপিঠ।রীডলার ভায়োলেনসে আছে,ব্যাটম্যান নাই,যদিও ২ জনের-ই যুদ্ধ এই সিনেমায় ইনজাস্টিসের বিরুদ্ধে,কিন্ত সিনেমায় সেটা ওভাবে ফোকাস করে নাই,বরং রীডলারের একশন ব্যাটম্যানকে বাধ্য করসে To take a look at his venegance act). আর TDK তে জোকারের উপর ফোকাস বেশি থাকলেও ব্যাটম্যান-ই এই সিনেমার প্রাইম ফোকাস।এ কারণেই আমার বক্তব্য 
TDK বেটার মুভি কিন্ত The Batman বেটার ব্যাটম্যান মুভি।

২০২২ শেষ হতে দেরি থাকলেও মনে হয় আর কোন সিনেমার পক্ষে এটা অতিক্রম করা সম্ভব হবে এই বছরে।The Batman was that good.
 অতি অবশ্য-ই হলে না পারলেও অপেক্ষা করে ভাল প্রিন্ট আর সাউন্ডে এই সিনেমা দেখে নিবেন।

আমার রেটিং ৯/১০

*

Post a Comment (0)
Previous Post Next Post
Youtube Channel Image
BlogrTool Subscribe To watch more Blogging Tutorials
Subscribe