কিভাবে মোবাইল দিয়ে কার্টুন ভিডিও বানাবো

Also Read

মোবাইল দিয়ে কার্টুন ভিডিও


আসসালামু আলাইকুম।

তো সবাই কেমন আছেন?আশা করি আল্লাহ অনেক ভালো রেখেছেন আপনাদেরকে।আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আজ আপনাদেরকে শেখাবো কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে একটি অ্যাপস দিয়ে কার্টুন ভিডিও বানাবেন।

আপনারা অনেকেই হয়ত ইতোমধ্যে অ্যাপটির নাম জানেন।আবার কেউ কেউ হয়তো জানেন না। আপনারা হয়তো ফেসবুক/ইউটিউবে “Bogurar Adda” চ্যানেল এর কার্টুন ভিডিও দেখেছেন।সেরকম কার্টুন ভিডিও বানাতে কিন্তু বেশি কিছু প্রয়োজন হয় না।শুধু দরকার আপনার সময়,একটি অ্যান্ড্রয়েড ফোন,এবং Plotagon Story অ্যাপস টি।প্লে স্টোর থেকে Plotagon Story অ্যাপসটি ডাউনলোড করে নিন।

(অ্যাপস ওপেন করার আগে আপনার ফোনের ডাটা কানেকশন অথবা ওয়াইফাই অন করে নিন।)

তারপর অ্যাপসটি ওপেন করুন।

তারপর পারমিশন চাইবে,allow করে দিবেন।

তারপর কিছু ফাইল ডাউনলোড হবে।সর্বোচ্চ ৩০ সেকেন্ড লাগবে।

তারপর একটু সময় নিবে লোড নিতে।অপেক্ষা করুন।

তারপর Create Video তে ক্লিক করুন।

তারপর White room এ ক্লিক করে যেকোনো একটি সিন সিলেক্ট করে নিন।আমি CAFE সিলেক্ট করলাম।তারপর No extras এ ক্লিক করে with extras সিলেক্ট করুন।এতে করে আরো কিছু কার্টুন সিলেক্ট হবে ওই সিন এর জন্য।আপনি চাইলে No extras রাখতে পারেন।

তারপর No Actor এ ক্লিক করুন।

তারপর Create Character এ ক্লিক করুন।


তারপর আপনি Male character বানালে Male এ ক্লিক করুন।

তারপর আপনার পছন্দ মত Character টিকে সাজিয়ে নিন।

তারপর Back করুন ১ বার তারপর উপরে ডান দিকে ক্রস ❌ বাটন এ ক্লিক করে আগের সিন এ আসুন।


তারপর নিচে আবারও No character এ ক্লিক করে অন্য character বানিয়ে নিন।

তারপর আবারও ব্যাক করুন।


তারপর দেখুন Mic এর আইকন আছে।সেখানে ক্লিক করুন যদি আপনার ভয়েস দিয়ে কার্টুন ভিডিও বানাতে চান।

তারপর দেখুন এখানে ক্লিক করে ভয়েস রেকর্ড করুন।রেকর্ড করা শেষে চাইলে রেকর্ডটি শুনতে পারবেন।তারপর ডান দিকে টিক মার্ক এ ক্লিক করে সিলেক্ট করে নিন ভয়েস টি।

আপনি চাইলে আপনার ভয়েস না দিয়ে ফাঁকা জায়গাটিতে লিখে অটো ভয়েস create করে ভিডিও বানাতে পারবেন।

তারপর at the cash register এ ক্লিক করে জায়গা বেছে নিন।যেখানে character টি থাকবে।


তারপর আপনি চাইলে কথা বলার সময় character টির এক্সপ্রেশন কেমন থাকবে টা neutral এ ক্লিক করে বেছে নিতে পারেন।


তারপর Mic er পাশের আইকন টিতে ক্লিক করে আরো character এর নড়াচড়া করার কিছু এক্সপ্রেশন অ্যাড করতে পারবেন।

তারপর নিচে মেসেজ আইকন এ ক্লিক করুন।

তারপর কোন অ্যাক্টর কথা বলবে সেটা সিলেক্ট করুন।

তারপর আবারও ভয়েস রেকর্ড করুন অথবা লিখুন যেটি ভয়েস এ কনভার্ট করতে চান।তারপর উপরে বাম দিকে দেখুন প্লে বাটন।সেখানে ক্লিক করে আপনার বানানো কার্টুন ভিডিও টি দেখতে পারবেন।

তারপর উপরে দান দিকে সেভ বাটন এ ক্লিক করুন।

তারপর Render video তে ক্লিক করে ভিডিও টি সেভ করে নিন।

যেকোনো সমস্যা হলে কমেন্ট করুন।যথাসাধ্য চেষ্টা করবো সমাধান করে দেয়ার।নেক্সট পার্ট এ প্রিমিয়াম রিসোর্স নিয়ে আসবো।কোনো কিছু কিনতে হবে না।সিন,ক্যারাক্টার সব ফ্রী।ফিডব্যাক দিতে ভুলবেন না।ভুল – ত্রুটি হলে জানাবেন।আজকের মত আল্লাহ হাফেজ।

জয়েন করুন আমাদের টেলিগ্রাম গ্রুপে।

*

Post a Comment (0)
Previous Post Next Post
Youtube Channel Image
BlogrTool Subscribe To watch more Blogging Tutorials
Subscribe