How to copy all text from picture?How to copy text from photos?
অনেক অ্যাপ দিয়ে ছবি থেকে লেখা কপি করা যায়।তবে বাংলা লেখা কপি করা যায় না। আজ আমি দেখাবো কিভাবে ছবি থেকে যেকোনো লেখা কপি করবেন।অনেকেই হয়তো জানেন ট্রিকসটি।যারা জানেন তারা এড়িয়ে যাবেন পোস্টটি।যারা জানেন না তাদের জন্য এই পোস্টটি।
প্রথমে আমাদের দরকার হবে Google Lens অ্যাপটি।ডাউনলোড করে নিন প্লে স্টোর থেকে।
অ্যাপটি ওপেন করুন। বিঃদ্রঃ ডাটা কানেকশন অথবা ওয়াইফাই অন থাকা লাগবে।
তারপর Open Photo Gallery তে ক্লিক করুন