Best Offline Code Editor

Also Read

Best offline code editor{বেস্ট অফলাইন কোড এডিটর}

যারা মোবাইলে কোডিং করে তাদের একটাই সমস্যা থেকে যায়,সেটা হচ্ছে মনের মত অ্যাপ খুঁজে পাওয়া যায় না।কোনো অ্যাপের UI ভালো না,কোনো অ্যাপের ফিচার কম,কিছু এডিটরে আবার Autocompletion অপশন নেই।আজকে আমি কিছু অফলাইন কোড এডিটর নিয়ে আলোচনা করবো।যেগুলো আমার মতে বেস্ট অফলাইন কোড এডিটর।আশা করি আপনাদেরও ভালো লাগবে।

TrebEdit

আমার ব্যবহার করা সবচেয়ে বেস্ট অফলাইন কোড এডিটর এটি।এটির প্রো ভার্সনে কোনো অ্যাডস পাবেন না।সাথে থাকছে প্রিমিয়াম ফিচারস আনলকড।TrebEdit এ রয়েছে w3schools এর ইনঅ্যাপ টিউটোরিয়াল।আরো আছে Get Source Code অপশন।যেটি সাহায্যে আপনি সহজেই যেকোনো সাইটের লিংক দিয়ে সে সাইটের সোর্স কোড পেয়ে যাবেন।আরো থাকছে Workspace অপশন।যেখান আপনার সকল html,css,js…. ফাইল গুলো পাবেন।রয়েছে Colour Picker option।আরো রয়েছে ইন অ্যাপ আউটপুট সুবিধা।TrebEdit এর একটি বেস্ট ফিচার হলো Lorem Ipsum এর random text generate করার অপশন।নিচে কিছু স্ক্রীনশট:-



Mediafire

Download



Google Drive

Download

Quoda

Quoda এমন একটি কোড এডিটর,যাকে আপনি আপনার ইচ্ছে মত কনফিগারেশন করতে পারবেন।এখানে রয়েছে Appearence সেটিংস, যার সাহায্যে আপনি ইচ্ছে মত UI চেঞ্জ করতে পারবেন।আরো থাকছে Editor Settings ,যেখানে আপনি আপনার কোড এডিটর এরিয়ার সব কিছু কাস্টোমাইজ করতে পারবেন।Quoda তেও রয়েছে Quick Preview অপশন।এর প্রিমিয়াম ভার্সনে থাকছে প্রিমিয়াম সব ফিচারস।নিচে কিছু স্ক্রীনশট :-


Download

DroidEdit

DroidEdit এর যে জিনিসটি আমার কাছে ভালো লেগেছে সেটি হচ্ছে এর Bottom Toolber।যেটি একহাত দিয়ে চালানোর সময় অনেক কাজে দেয়।সাথে থাকছে কালার পিকার, সুন্দর কিছু থিম, ফাইল ব্যাকআপ করে ক্লাউড এ আপলোড করে রাখার অপশন।



anwritter

Andwritter ও অনেক সুন্দর একটি কোড এডিটর।Html,Css, JavaScript,Bootstrap… কোড এডিট/লেখার সময় আপনার প্রথম চয়েজ হিসেবে anWritter কে রাখতে পারেন।এখানে বাড়তি সুবিধা হিসেবে থাকছে FTP server এর সুবিধা।আরো রয়েছে Autocompletion।



Acode

Colour Picker,Console,Bottom Toolbar সহ রয়েছে অসংখ্য সব ফিচার।আপনি Html,Css, JavaScript,Vue,Angular,Angular,AngularJs সহ আরো অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ Acode এর সাহায্যে মোবাইলেই কোডিং করতে পারবেন।



*

Post a Comment (0)
Previous Post Next Post
Youtube Channel Image
BlogrTool Subscribe To watch more Blogging Tutorials
Subscribe